রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নতুন যাত্রার প্রস্তুতি কিংস অ্যারিনায়

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগ শেষ হয়েছে। নতুন মৌসুমের দলবদল চলছে। তবে অধিকাংশ ফুটবলারই মাঠে রয়েছেন। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলে এসেছে। লিগ রানার্সআপ ঢাকা আবাহনী এএফসি কাপে প্লে-অফ খেলেছিল সিলেটে মালদ্বীপের ঈগলসকে হারিয়ে। প্লে-অফে ভারতের মোহনবাগানের কাছে হেরে গ্রুপ ম্যাচ খেলা হচ্ছে না। কিংসই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এএফসি কাপের গ্রুপ পর্বে। ১৯ সেপ্টেম্বর মালেতে নতুন যাত্রা তাদের। প্রতিপক্ষ মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। হোম অ্যান্ড অ্যাওয়ে বলে ‘ডি’ গ্রুপে বসুন্ধরার তিনটি ম্যাচ কিংস অ্যারিনায় হবে। ২ অক্টোবর ভারতের ওড়িশা এফসির বিপক্ষে ক্লাব পর্যায়ে আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হবে কিংস অ্যারিনায়। বাংলাদেশে এই প্রথম নিজস্ব ভেন্যুতে এএফসি কাপ খেলবে দেশের কোনো ক্লাব।

ইতিহাসটা লেখা হয়ে যাবে আরও আগেই। ফিফাস্বীকৃত দুটি প্রীতি ম্যাচ খেলতে আফগানিস্তান আসছে ঢাকায়। ৪ ও ৭ সেপ্টেম্বর ম্যাচ দুটি হবে। ৪ সেপ্টেম্বর শুধু বসুন্ধরা কিংস অ্যারিনা নয়, দেশের ফুটবলের জন্যও স্মরণীয় দিন। দক্ষিণ এশিয়ায় এই প্রথম কোনো ক্লাবের হোম ভেন্যুতে জাতীয় দলের ম্যাচ হবে। স্বপ্নের এই ম্যাচের জন্য কিংস অ্যারিনা সুসজ্জিত করা হচ্ছে। গ্যালারিতে বসানো হচ্ছে চেয়ার। দর্শকের সুবিধার জন্য বসুন্ধরা গেট থেকে স্টেডিয়াম পর্যন্ত শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে। আশপাশের রাস্তাঘাটও সাজানো হচ্ছে। ফিফাস্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে যা যা দরকার তা থাকছে কিংস অ্যারিনায়। মাঠে নামার আগে চলছে জাতীয় দলের প্রস্তুতি।

সর্বশেষ খবর