সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

লিটনের জ্বর যাননি শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

লিটনের জ্বর যাননি শ্রীলঙ্কা

অধিনায়ক সাকিব আল হাসান চাইছেন এশিয়া কাপের গ্রুপপর্ব টপকাতে। একই সুর হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহের। গ্রুপপর্বে প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে জিতে সুপার ফোর খেলতে চান। গতকাল সে টার্গেটেই ঢাকা ছেড়েছেন টাইগাররা। তবে মূল স্ট্রাইক বোলার তাসকিন আহমেদ এক কদম এগিয়ে জানিয়েছেন, ফাইনাল খেলতে চান তিনি। ফাইনালের টার্গেটে তাসকিনরা কলম্বো গেছেন। তবে জ্বরের জন্য দলের সঙ্গে যেতে পারেননি ড্যাসিং ওপেনার লিটন দাস। ডানহাতি ওপেনারের জ্বরের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের প্রধান ডাক্তার দেবাশীষ চৌধুরী, ‘লিটনের জ্বর। তবে সেটা খুব গুরুতর কিছু নয়। সব পরীক্ষার রেজাল্ট ভালোই এসেছে। সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেবে।’ পরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ হয়েছে। গতকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে এয়ার লঙ্কায় ঢাকা ছেড়েছে সাকিব বাহিনী। কলম্বো পৌঁছায় বিকাল ৫টায়। এরপর ৩ ঘণ্টার বাস জার্নিতে ক্যান্ডি পৌঁছায় দল। ৩১ আগস্ট টাইগারদের প্রথম ম্যাচ ক্যান্ডিতে, প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা।

সর্বশেষ খবর