সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আলকারাজ নাকি জকোভিচ

ইউএস ওপেন শুরু আজ

ক্রীড়া ডেস্ক

আলকারাজ নাকি জকোভিচ

ইউএস ওপেনে সবশেষ ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ। এরপর ২০২১ সালে ফাইনাল খেললেও হেরে যান ড্যানিল মেদভেদেভের কাছে। ইউএস ওপেনে মোট তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ। আরও একবার কি এখানে চ্যাম্পিয়ন হতে পারবেন তিনি! আজ থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হবেন? গতবার এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ। দুই তারকার লড়াই বর্তমান টেনিসে দারুণ জমে উঠেছে। এবার ইউএস ওপেনে শীর্ষ বাছাই হিসেবে খেলবেন কার্লোস আলকারাজ। দ্বিতীয় বাছাই হিসেবে খেলবেন নোভাক জকোভিচ। এর অর্থই হলো, দুজনের দেখা হতে পারে ফাইনালে। ইউএস ওপেনে মেয়েদের এককে গতবার চ্যাম্পিয়ন হয়েছেন পোলিশ তরুণী ইগা সোয়াটেক। এবারের টুর্নামেন্টেও তিনিই শীর্ষ ফেবারিট। গতবার ফাইনালে সোয়াটেক হারিয়েছিলেন তিউনিসিয়ার মেয়ে ওনস জাবেয়ারকে। ইউএস ওপেনে এবার দ্বিতীয় বাছাই হিসেবে খেলবেন অ্যারিনা সাবালেঙ্কা। চলতি বছর ফ্রেঞ্চ ওপেন জয় করেছেন ইগা সোয়াটেক। অস্ট্রেলিয়ান ওপেন কিংবা উইম্বলডনের ফাইনালেও পৌঁছতে পারেননি তিনি। বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে কি সফল হতে পারবেন! ২২ বছরের এই পোলিশ মেয়ে এরই মধ্যে চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জয় করেছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর