মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিগ ব্যাশ ড্রাফটে তাইজুল-রিপন-জাহানারা

ক্রীড়া প্রতিবেদক

বিগ ব্যাশ ড্রাফটে তাইজুল-রিপন-জাহানারা

বিগ ব্যাশের গত আসরের ড্রাফটে ছিলেন অনূর্ধ্ব-১৯ যুব দলের পেসার রিপন মন্ডল। বিগ ব্যাশের সামনের আসরের ড্রাফটেও নাম রয়েছে রিপনের। শুধু রিপন নন, তার সঙ্গে রয়েছে আরও দুই টাইগার ক্রিকেটার তাইজুল ইসলাম ও জাহানারা আলমের নাম। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গতকাল পুরুষ ক্যাটাগরিতে ২৯ দেশের ৩৭৬ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। এতে রয়েছে দুই টাইগার ক্রিকেটার রিপন ও তাইজুল। মহিলাদের ক্যাটাগরিতে নাম রয়েছে ১২২ ক্রিকেটারের। তালিকায় রয়েছেন জাহানারা আলম। গত আসরের ড্রাফটে রিপনের সঙ্গে নাম ছিল দুই টাইগার পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলাম সুহাসের। কিন্তু কেউই সুযোগ পাননি। অস্ট্রেলিয়ার টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। দুই মৌসুম খেলেছেন টাইগার অধিনায়ক। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের পক্ষে দুটি এবং ২০১৫ সালে মেলবোর্ন রেনেগেটসের পক্ষে ৪টি ম্যাচ খেলেছিলেন সাকিব। বিপিএল এবং বিগ ব্যাশ আসর দুটির সময়সীমা প্রায় একই। বিপিএলের সময়সীমা ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি। বিগ ব্যাশের সময়সীমা ৭ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি। এ জন্য দুই দেশের ক্রিকেটারদেরই দুই আসরে খেলা কঠিন। ড্রাফটে আফগানস্তিানের ক্রিকেটার রয়েছেন ২৪ জন। এর মধ্যে অন্যতম বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান। বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন রশিদ।

সর্বশেষ খবর