মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

জ্বরে প্রথম ম্যাচে অনিশ্চিত লিটন

ক্রীড়া প্রতিবেদক

জ্বরে প্রথম ম্যাচে অনিশ্চিত লিটন

জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কা যাননি। রবিবার যাওয়ার কথা ছিল। জ্বর কমেনি তাই গতকালও যেতে পারেননি লিটন দাস। কবে যাবেন, নিশ্চিত নয়। লিটন না গেলেও পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী গতকালই ঢাকা ছেড়ে ক্যান্ডিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন ডান হাতি পেসার তানজিম হাসান সাকিব। চিকিৎসার জন্য লন্ডন গেছেন ডান হাতি ফাস্ট বোলার ইবাদত হোসেন। লিটনের পরিবর্তে টিম ম্যানেজমেন্টের ভাবনায় ছিলেন সাইফ হাসান। কিছুদিন আগে তার ডেঙ্গু হয়েছিল। দ্বিতীয়বারের টেস্টে নেগেটিভ আসে। তবে পুরোপুরি সুস্থ নন সাইফ। ফলে তাকে দেখা যাবে না এশিয়া কাপে। যদি কোনো কারণে লিটন যেতে না পারেন, তবে কে খেলবেন তার পরিবর্তে, এখনো ভাবেনি টিম ম্যানেজমেন্ট। আগামীকাল পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ম্যাচ। ক্যান্ডিতে প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। লিটনের সুস্থতা নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘লিটন এখনো পুরোপুরি সুস্থ হননি। জ্বর কিছুটা কমেছে। আগের থেকে একটু ভালোও আছে। কিন্তু দুর্বলতা আছে। সাইফেরও তাই। ডেঙ্গু টেস্টের রিপোর্ট নেগেটিভ। তিন-চার দিন আগে তার রিপোর্ট পজিটিভ ছিল। এখন তার জ্বর নেই। তবে শারীরিক দুর্বলতা আছে। দুজনকে নিয়েই এজন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।’ লিটন সুস্থ হতে পারেননি। ফলে ৩১ আগস্ট এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

 

সর্বশেষ খবর