মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কিংস অ্যারিনায় বাংলাদেশ উত্তরায় আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

কিংস অ্যারিনায় বাংলাদেশ উত্তরায় আফগানিস্তান

দুই বছর আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে দারুণ খেলেছিল লাল-সবুজের জার্সিধারীরা। এরপর বাংলাদেশ অনেকগুলো ম্যাচ খেলেছে। জয়ও পেয়েছে অনেক ম্যাচে। চলতি বছরেই পাঁচটা ম্যাচ জয় করেছেন জামাল ভূঁইয়ারা। গত জুন-জুলাইয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলেছেন তারা। এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারিনায় ৪ ও ৭ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল।

এরই মধ্যে বাংলাদেশে চলে এসেছে আফগানিস্তান জাতীয় ফুটবল দল। গতকাল তারা উত্তরার এপিবিএন মাঠে অনুশীলনও করেছে। অন্যদিকে বসুন্ধরা কিংস অ্যারিনার ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করছে বাংলাদেশ দল। গতকালও অনুশীলনে নেমেছিলেন কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। অনুশীলনের পর মিডিয়ার মুখোমুখি হয়ে স্প্যানিশ কোচ কাবরেরা বলেন, ‘আমরা খুব ভালো একটা সেশন কাটিয়েছি অনুশীলনে।’ আফগানিস্তানকে বেশ শক্ত প্রতিপক্ষই মনে করেন কাবরেরা। তিনি বলেন, ‘আমাদের জন্য ম্যাচটা নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জিং হবে।’ তবে নিজেদের সেরা খেলা দিয়েই প্রতিপক্ষকে হারাতে চায় বাংলাদেশ। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষও বেশ আশাবাদী। বাংলাদেশের মতো আফগানরাও জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে। তারাও চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতিটা সেরে নিচ্ছে।

বাংলাদেশের সামনে আছে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। ১২ অক্টোবর দলটা মালদ্বীপের মুখোমুখি হবে। দ্বিতীয় লেগে মালদ্বীপের মুখোমুখি হবে ১৭ অক্টোবর। মালদ্বীপকে হারাতে পারলেই বাংলাদেশ খেলবে দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডে আফগানিস্তান খেলবে মঙ্গোলিয়ার বিপক্ষে। বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি নিতেই আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে আটবার খেলেছে দুই দল। এর মধ্যে একবার জয় পেয়েছে বাংলাদেশ। আফগানরা জয় পেয়েছে দুবার। বাকি পাঁচবারই ড্র করেছে দুই দল। এই দুই ম্যাচে কী করবে বাংলাদেশ! এদিকে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কাল রাতে আর্জেন্টিনা থেকে বাংলাদেশে আসবেন।

 

সর্বশেষ খবর