বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দৃষ্টি এখন কিংস অ্যারিনায়

বসুন্ধরায় মুগ্ধ বাশার

ক্রীড়া প্রতিবেদক

দৃষ্টি এখন কিংস অ্যারিনায়

বসুন্ধরা কিংস অ্যারিনায় ঘরোয়া ফুটবল বেশিদিন গড়ায়নি। কিংস বা শেখ রাসেল হোম ভেন্যু হিসেবে পেশাদার লিগ খেলে মাত্র দুই মৌসুম। এরই মধ্যে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাওয়াটা শুধু বসুন্ধরা নয়, দেশের ফুটবলের জন্যও গৌরবের। ৪ ও ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে আন্তর্জাতিক দুটি প্রীতি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। গতকাল বিকালে কিংস অ্যারিনা দেখতে আসেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সঙ্গে ছিলেন ব্যাডমিন্টনে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মো. সুমন। বাশার আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, ‘নিজে ক্রিকেটার হলেও ফুটবল আমার হৃদয়ে গেঁথে আছে। আমার মরহুম বড় ভাই তুহিন ছিলেন দেশের ফুটবলে পরিচিত গোলরক্ষক। ঢাকা মোহামেডানে দীর্ঘ সময় খেলেছেন। ফুটবলে যে কোনো খবর আমাকে নাড়া দেয়।’

বাশার বলেন, ‘যেখানে দেশে ফুটবল মাঠের বড় অভাব, সেখানে কিংস অ্যারিনা আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পেতে চলেছে তাতে আমি খুশি। এই প্রথম এলাম এখানে। সত্যিই বসুন্ধরা কিংস অ্যারিনা দেখে আমি মুগ্ধ। এ ভেন্যু শুধু আন্তর্জাতিক নয়, আমি বলব বিশ্বমানের। বাংলাদেশে এমন মনোরম পরিবেশে ফুটবলে এমন সুন্দর ভেন্যু ভাবাই যায় না। এজন্য আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। দেশের ফুটবলের দৃষ্টি এখন কিংস অ্যারিনায়।’

সর্বশেষ খবর