বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

এশিয়ান গেমস ক্রিকেটে অধিনায়ক সাইফ

ক্রীড়া প্রতিবেদক

১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে অংশ নিচ্ছে। বড় প্রাপ্তি বলতে দলীয় পর্যায়ে ক্রিকেটে সোনা জয়। ২০১০ সালে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে টি-২০ ক্রিকেটে বাংলাদেশ সোনা জয় করে। একবারই গেমসে বাংলাদেশের জাতীয় সংগীত বেজেছিল। চীন থেকেই এসেছিল সেই প্রাপ্তি। ১৩ বছর পর সেই চীনেই ক্রিকেটে সোনা জয়ের সম্ভাবনা রয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে চীনের হ্যাংজুতে পর্দা উঠবে ১৯তম এশিয়ান গেমসের। টি-২০ ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ পুরুষ ও নারী দল অংশ নেবে। বিসিবি তা নিশ্চিতও করেছে। প্রশ্ন উঠেছে- পুরুষ ও নারী দলে খেলবেন কারা? এ নিয়ে তো কোনো সাড়াশব্দ নেই। নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, পুরুষ দল তো ঠিক হয়ে গেছে। যে কোনো সময় ঘোষণা আসবে। কারা সুযোগ পেয়েছেন এ ব্যাপারে তিনি মুখ খোলেননি। তবে অধিনায়কের সম্ভাবনা নিয়ে বলেছেন, এ দৌড়ে সাইফ হাসান রয়েছেন।

সর্বশেষ খবর