বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

এ খেলাই কি জামালের শেষ খেলা

ক্রীড়া প্রতিবেদক

এ খেলাই কি জামালের শেষ খেলা

আর্জেন্টিনা থেকে দেশে ফিরেছেন তারকা ফুটবলার জামাল ভূঁইয়া। গতকাল সকালে ঢাকায় পৌঁছান। জাতীয় দলের অনুশীলন ছিল না বলে বাসায় বিশ্রাম নিয়ে বিকালে ক্যাম্পে যোগ দেন। আজই জামাল বসুন্ধরা কিংস অ্যারিনায় জাতীয় দলের অনুশীলনে নামবেন। আফগানিস্তানের বিপক্ষে ৪ ও ৮ সেপ্টেম্বর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরা প্রাথমিক স্কোয়াডে ৩২ খেলোয়াড়কে ডাকেন। ১৬ জন নিয়ে শুরু হয় অনুশীলন। পরে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর খেলোয়াড়রা যোগ দেন। আজ জামাল নামলে ৩২ জনকেই পেয়ে যাবেন কাবরেরা। জামাল আসন্ন মৌসুমে শেখ রাসেলের সঙ্গে থেকে যাওয়ার চুক্তি করলেও তিনি আবার আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দো মায়োর সঙ্গে চুক্তি করেন। ওই দলের নেতৃত্ব পেয়ে অভিষেক ম্যাচে গোলও করেন। আর্জেন্টিনা যাওয়ায় বাফুফে নাকি জামালকে আনতে আগ্রহী ছিল না। কেননা তার পারফরম্যান্স আগের মতো নেই। বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপে জ্বলে উঠতে পারেননি। ৯০ মিনিট খেলার সামর্থ্য রাখেন না। কোচ কাবরেরার অনুরোধেই নাকি জামালকে উড়িয়ে আনে বাফুফে। কাবরেরা বাফুফেকে বলেছেন, যতক্ষণই খেলুক মাঠে জামাল ফ্যাক্টর। জামাল যখন এসেছেন তখন শুধু খেলবেনই না, ম্যাচে বাংলাদেশকেও নেতৃত্ব দেবেন। তবে বাফুফে জামালকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখবে দুটি ম্যাচে কেমন খেলেন। যদি সন্তুষ্ট করতে পারেন জামাল, তাহলে বিশ্বকাপ বাছাই পর্বে তাকে দলে রাখা হবে। যদি মাঠে ফ্লপ মারেন, তাহলে তাকে আর জাতীয় দলে না-ও দেখা যেতে পারে। অযথা বড় অঙ্ক খরচ করে প্লেনে এনে লাভ তো নেই। আফগানিস্তানের বিপক্ষে জামালের জাতীয় দলের শেষ খেলা কি না তা সময় বলে দিবে।

 

সর্বশেষ খবর