বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শুরুতে ওয়াকওভার পেলেন আলকারাজ

ক্রীড়া ডেস্ক

শুরুতে ওয়াকওভার পেলেন আলকারাজ

ইউএস ওপেনের শুরুতেই ওয়াকওভার পেলেন পুরুষ এককের শীর্ষ বাছাই স্পেনের কার্লোস আলকারাজ। গতকাল তিনি প্রথম রাউন্ডে মুখোমুখি হন ডমিনিখ কোপফারের। ম্যাচে ৬-২, ৩-২ গেমে এগিয়ে থাকা অবস্থায় ওয়াকওভার পান আলকারাজ। দ্বিতীয় রাউন্ডে তিনি লয়েড হ্যারিসের মুখোমুখি হবেন। ইউএস ওপেনে মেয়েদের এককে দ্বিতীয় বাছাই অ্যারিনা সাবালেঙ্কা ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন ম্যারিনা জানেভস্কাকে। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ক্যারোলিনা প্লিসকভা, এলিনা সভিতলিনা, ড্যারিয়া কাসাতকিনাও। পুরুষ এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জ্যানিক সিনার, স্ট্যান ওয়াওরিঙ্কা, ড্যান ইভান্স, আন্দ্রে রুবলেভ ও ড্যানিল মেদভেদেভরা।

সর্বশেষ খবর