শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

এশিয়ান গেমসের নারী ক্রিকেট দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমস। চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য গেমসে এবার রয়েছে টি-২০ ফরম্যাটের ক্রিকেট ইভেন্ট। বাংলাদেশ নারী ক্রিকেট দল এই ইভেন্টে অংশ নেবে। গেমস শেষ হবে ২৫ সেপ্টেম্বর। বাংলাদেশ নারী ক্রিকেট দল সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার নারী ক্রিকেট দলও। আসরে নিগার সুলতানাদের অভিযান শুরু হবে ২২ সেপ্টেম্বর। গেমসের জন্য নিগার সুলতানার নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেমসের দুটি আসরে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে। ২০১০ ও ২০১৪ দুটি আসরেই পাকিস্তানের কাছে হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকে বাংলাদেশ। এবার গেমসের স্কোয়াডে জায়গা পাননি পেসার বোলার জাহানারা আলম ও অলরাউন্ডার রুমানা আহমেদ। ফিরেছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক। টি-২০ ফরম্যাটে ফিরেছেন অলরাউন্ডার লতা মণ্ডল। স্ট্যান্ড বাইয়ের তালিকায় রয়েছেন দেশের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সালমা খাতুন, ওপরের সারির ব্যাটার মুর্শিদা খাতুন ও উইকেটরক্ষক দিলারা আক্তার। প্রথমবারের টি-২০ স্কোয়াডে ডাক পাওয়া ফারজানা ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪০, দ্বিতীয়টিতে ৪৭ ও তৃতীয়টিতে ১০৭ রান করেন।

 

বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সাথী রানি, ফারজানা হক, শামিমা সুলতানা, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

স্ট্যান্ড বাই : সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আসরাফি ইয়াসমিন অর্থি

সর্বশেষ খবর