শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
উয়েফা সেরা হল্যান্ড

চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে পিএসজি

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে পিএসজি

২০২৩-২৪ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়েছে গতকাল। এতে কঠিন গ্রুপে পড়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। অন্যদিকে চ্যাম্পিয়ন ম্যানসিটি, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তুলনামূলক সহজ গ্রুপে খেলবে। পিএসজি লড়বে এফ গ্রুপে। তাদের প্রতিপক্ষ বুরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান ও নিউক্যাসেল। সি গ্রুপে রিয়াল মাদ্রিদ, নেপোলি, ব্রাগা ও ইউনিয়ন বার্লিন লড়বে। জি গ্রুপে ম্যানসিটি, লাইপজিগ, জাবেজদা ও ইয়ংবয়েজ। এইচ গ্রুপে বার্সেলোনা, পোর্তো, শাখতার ও এন্ট ওয়াপ। বি গ্রুপে সেভিয়া, আর্সেনাল, পিএসভি ও লেন্স। ডি গ্রুপে বেনফিকা, ইন্টার মিলান, সালজবার্গ ও সোসিয়াদ। ই গ্রুপে ফেইননুড, অ্যাথলেটিকো মাদ্রিদ, ল্যাজিও ও সেলটিক।

এদিকে উয়েফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ম্যানসিটির নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হল্যান্ড। নারী বিভাগের সেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বামাতি।

সর্বশেষ খবর