শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মেহেরপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে ভিড় জমান হাজারো মানুষ। নতুন প্রজন্মের কাছে হাডুডু খেলাকে পরিচিত করতে ১২ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। মেহেরপুরের সবিদপুর সূর্যসেনা ক্লাবের আয়োজনে মরহুম জারসিন খান স্মৃতির স্মরণে হাডুডু খেলার আয়োজন করা হয়। মেহেরপুরের আশপাশসহ দেশের বিভিন্ন জেলার ১৬টি দল এ খেলায় অংশগ্রহণ করে। গত বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার সবিদপুর গ্রামে খেলা অনুষ্ঠিত হয়। বিলুপ্তির পথে জাতীয় এই খেলাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হাডুডু খেলা উপভোগ করতে আসেন আশপাশের জেলার পুরুষ ও শিশু থেকে শুরু করে সব বয়সের দর্শক।

খেলোয়াড়রা বলেন, প্রতি বছর আমরা এখানে হাডুডু প্রতিযোগিতায় আসি। সুন্দর ভাবে খেলা পরিচালনা হচ্ছে। দর্শকরা বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা। এ ঐতিহ্যবাহী খেলা টিকিয়ে রাখতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি গাংনী পৌরসভার সাবেক পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, আগামী প্রজন্ম খেলাধুলা এবং শরীরচর্চার মধ্য দিয়ে এই বিনোদনের মাধ্যম হাডুডু খেলাকে টিকিয়ে রাখবে।

 

 

সর্বশেষ খবর