রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপে অংশ নেবে ১০ দেশ। বাংলাদেশের মতো খেলবে নিউজিল্যান্ডও। বিশ্বকাপের আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ খেলতে লুকি ফার্গুসনের নেতৃত্বে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ৩২ বছর বয়স্ক ফাস্ট বোলার ফার্গুসন এই প্রথম নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন। টাইট শিডিউলের জন্য মূল একাদশের টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টদের বিশ্রাম দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। নতুন মুখ হিসেবে আসছেন ডিন ফক্সক্রফট। ২০১২ সালে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। 

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড

লুকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্নে, আইএস সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

সর্বশেষ খবর