শিরোনাম
সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কিংস অ্যারিনায় অপরাজিত সাত ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

হোম ভেন্যু হিসেবে কিংস অ্যারিনায় বসুন্ধরা কিংসের অভিষেক হয় ২০২২ সালে। সে বছর ১৭ ফেব্রুয়ারি পেশাদার ফুটবল লিগের ম্যাচে পুলিশ এফসিকে হারিয়েছিল বসুন্ধরা কিংস। সেবার শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ৩-৩-এ ড্র ছাড়া হোমের প্রতিটি ম্যাচ জেতে কিংস। স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে একমাত্র হারটি ছিল টঙ্গি শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে। গেল মৌসুমে কিংস অ্যারিনায় প্রতিটি ম্যাচে পুরো পয়েন্ট সংগ্রহ করে কিংস।

গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হয়। বাংলাদেশ ও আফগানিস্তানের ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচে বাংলাদেশের সেরা একাদশে সুযোগ পান বসুন্ধরা কিংসে খেলা গোলরক্ষক আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সোহেল রানা, রাকিব হোসেন ও শেখ মোরসালিন। এ সাতজন খেলোয়াড়ের মধ্যে জিকো শুরু থেকেই কিংসে খেলছেন। পেশাদার লিগে টানা চার শিরোপার সঙ্গী ছিলেন। বাকিরাও কিংস থেকে লিগ জয়ের স্বাদ পেয়েছেন। ভিন্ন মৌসুমে যোগ দিলেও এ সাতজনই কিংসের পক্ষে খেলে অপরাজিত রয়েছেন। এমন রেকর্ড বিরলই বলা যায়। ৭ সেপ্টেম্বর তা ধরে রাখতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।

 

সর্বশেষ খবর