শিরোনাম
সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
ম্যাচ প্রিভিউ

জিতলেই সুপার ফোরে রোহিতরা

ইতিহাসের বিবেচনায় যোজন যোজন এগিয়ে ভারত। নেপাল এই প্রথম খেলছে এশিয়া কাপ।

ক্রীড়া প্রতিবেদক

জিতলেই সুপার ফোরে রোহিতরা

বৃষ্টির কাছে হেরে গেছে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বৃষ্টি মাথায় রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কিশান ইশানের ভারত ব্যাটিং করেছে শুরুতে। ২৬৬ রান করেছিল। কিন্তু বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান ব্যাটিংয়েই নামতে পারেনি। ফলে ম্যাচ পরিত্যক্ত হয়। দুই দল এক পয়েন্ট করে পায়। ব্যাটিং না করলেও পয়েন্ট পাওয়ায় পাকিস্তান সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে। বাবর বাহিনী প্রথম ম্যাচে আইসিসি সহযোগী দেশ নেপালকে ২৩৮ রানের পর্বতসমান ব্যবধানে হারিয়ে পূর্ণ পয়েন্ট পায়। বাবর বাহিনীর পয়েন্ট ২ ম্যাচে ৩। এক পয়েন্ট পেলেও সুপার ফোর খেলতে আজ জিততেই হবে ভারতকে। অবশ্য ম্যাচ পরিত্যক্ত হলেও ভারত চলে যাবে। শক্তিমত্তা, ইতিহাসের বিবেচনায় যোজন যোজন এগিয়ে ভারত। নেপাল এই প্রথম খেলছে এশিয়া কাপ।

প্রথম ম্যাচে পাকিস্তানের বোলিংয়ের বিপক্ষে ১০৪ রানে অলআউট হয় নেপাল। ভারত এশিয়া কাপের সবচেয়ে সফল দল। ৭ বারের চ্যাম্পিয়ন। এবারও অন্যতম আসরের ফেবারিট। পাকিস্তানের বিপক্ষে ভারতের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি রান করতে ব্যর্থ হন। রোহিত ১১ ও কোহলি ৪ রান করেন। ৬৬ রানে ৪ উইকেট হারানোর পর দলের বিপর্যয় রোধ করেন পঞ্চম জুটিতে ঈশান কিশান ও হার্দিক পান্ডিয়া ১৪০ বলে ১৩৮ রান যোগ করে। পান্ডিয়া ৯০ বলে ৮৭ এবং কিশান ৮১ বলে ৮২ রান করেন।

সর্বশেষ খবর