বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সামনে এশিয়ান গেমস স্বপ্ন দেখাচ্ছেন ইমরানুর

ক্রীড়া প্রতিবেদক

অ্যাথলেটিকসে এশিয়ান গেমসে পদক পাবে, এ কথা শুনে অনেকে হেসে অস্থির হয়ে পড়তে পারেন। কেননা বাংলাদেশের অ্যাথলেটরা যেখানে হিটেই দৌড়াতে পারেন না, সেখানে পদক জেতাটা কি স্বপ্ন নয়? তবে দেশবাসীকে এ স্বপ্নই দেখাচ্ছেন ইমরানুর রহমান। প্রবাসী এই অ্যাথলেট শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পর্যায়েও সুনাম কুড়াচ্ছেন। পুরুষ ও নারী মিলিয়ে বাংলাদেশের এই অ্যাথলেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে হিটে প্রথম হয়েছেন। আগে অন্যরা হিট শেষ করলেও বাংলাদেশের অ্যাথলেটরা লাইনে পড়ে থাকতেন, সেই লজ্জার রেকর্ড ভেঙেছেন তিনি। ইনডোর অ্যাথলেকিসে সোনা জেতে আলোড়ন তোলেন ইমরানুর। বাংলাদেশের দ্রুততম মানব আরেকটি বিস্ময় সৃষ্টি করেছেন। লন্ডনের কুইন এলিজাবেথ পার্কে অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে ১০.১১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে নিজের রেকর্ড ভেঙেছেন। এ প্রতিযোগিতা আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন স্বীকৃত। বিভিন্ন দেশের তারকা অ্যাথলেটরা এখানে অংশ নিয়ে থাকেন। গত বছর ঢাকায় জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে ১০.২৯ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানব হন ইমরানুর।

গত বছর জুলাইয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে এ রেকর্ডটি ইমরান ভাঙেন ১০.২৫ সেকেন্ডে। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, এশিয়ান গেমসে খ্যাতনামা অ্যাথলেটরা অংশ নিলেও ইমরানুরের পারফরম্যান্সের যেভাবে উন্নতি ঘটছে, তা ধরে রাখতে পারলে এশিয়ান গেমসে শুধু ফাইনাল নয়, পদকও জিততে পারেন। মন্টু বলেন, ইমরানুর লন্ডনেই প্রস্তুতি নিচ্ছেন। ওর সাফল্যের জন্য আমরা সব রকম সহযোগিতা করছি। উল্লেখ্য ১৯ সেপ্টেম্বর থেকে চীনে এশিয়ান গেমসের পর্দা উঠবে। গেমস ইতিহাসে বাংলাদেশের সেরা প্রাপ্তি ২০১০ সালে পুরুষ ক্রিকেট থেকে সোনা জয়। নারী ক্রিকেটরা গেমসে রৌপ্য জিতে ছিলেন।

 

সর্বশেষ খবর