বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রেকর্ড সংখ্যক খেলোয়াড় নিয়ে জাতীয় স্কোয়াশ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে গতকাল শুরু হয়েছে তৃতীয় বাংলাদেশ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৩-এর চূড়ান্ত পর্ব। বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের আয়োজনে এবং উর্মি গ্রুপ ও তুরাগ অ্যাক্টিভ- এর পৃষ্ঠপোষকতায় এ আসরে এবার অংশ নিচ্ছে রেকর্ড সংখ্যক খেলোয়াড়।

আর্মি স্কোয়াশ কমপ্লেক্সের পাশাপাশি গুলশান ক্লাব, শাহীন কলেজ ও আর্মি অফিসার্স মেসে রাউন্ড রবিনলিগ পদ্ধতিতে এই পর্বের খেলাগুলো আয়োজন করা হবে। গতকাল এ আসরের ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, আগামীর জাতীয় দলের খেলোয়াড় তৈরি এবং স্কোয়াশ খেলার পুনর্জাগরণ ঘটানো ও ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.) বলেন, স্কোয়াশকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং নতুন খেলোয়াড় তৈরি করে খেলার মান উন্নয়ন, প্রচার ও প্রসার ঘটিয়ে বাংলাদেশের স্কোয়াশকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানে নেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন।

সর্বশেষ খবর