বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

সময়ের হিসাবে বিশ্বকাপ শুরুর সময় বাকি প্রায় এক মাস। অক্টোবর-নভেম্বরে ক্রিকেট মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে ভারতের ১০ সিটিতে। প্রস্তুতি নিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নিচ্ছে দলগুলো। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দল চূড়ান্ত করেছে ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে। ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে এই স্কোয়াড নিয়ে ভারতে খেলতে আসবে অস্ট্রেলিয়া। স্কোয়াডে ডাক পাওয়া চার ক্রিকেটার- অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কায় রয়েছে দলটি। তারপরও এদের ওপর আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্ট। সবারই আশা আসর শুরুর আগে ফিট হয়ে যাবেন চার ক্রিকেটার। দলে সুযোগ না পাওয়া সবচেয়ে বড় চমকের নাম মারনাস লাবুশেন। যিনি টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম ভরসা। প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া অলরাউন্ডার অ্যারন হার্ডি, পেসার নাথান অ্যালিস ও স্পিনার তানভির রাঙ্গা বাদ পড়েছেন। সুযোগ পেয়েছেন চতুর্থ পেসার হিসেবে শ্যন অ্যাবট। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর।  সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ৮ অক্টোবর, প্রতিপক্ষ স্বাগতিক ভারত। 

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারে, জশ ইংলিশ, শ্যন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক।

 

সর্বশেষ খবর