বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেমিফাইনালে জকোভিচ

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে জকোভিচ

ক্যারিয়ারে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন ২৩টি। ২৪ গ্রান্ডসø্যাম জিততে নোভাক জকোভিচ এখন খেলছেন ইউএস ওপেনে। বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যামটি খেলতে পরশু সার্বিয়ান তারকা কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন স্বাগতিক টেলর ফ্রিজকে। নবম বাছাই ফ্রিজকে ৬-১, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়ে পেছনে ফেলে গড়েছেন নতুন রেকর্ড। গ্র্যান্ডস্ল্যাম ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার নতুন রেকর্ড গড়েছেন সার্বিয়ান তারকা। ক্যারিয়ারে ৪৭ গ্র্যান্ডস্ল্যাম সেমিফাইনালে উঠে তিনি পেছনে ফেলেছেন আরেক কিংবদন্তি টেনিস খেলোয়াড় সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে। ফেদেরার খেলেছেন ৪৬টি। ৩৬ বছর বয়সী সেমিফাইনালে খেলবেন বেন শেল্টনের বিপক্ষে। সেমিফাইনালে জয়ের পর জকোভিচ বলেন, ‘আমি এই কোর্টে অনেক বছর ধরে খেলছি। অনেক মহাকাব্যিক ম্যাচও খেলেছি। কয়েকদিনের মধ্যে আরেকটি খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’ ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে জকোভিচ ৩টি জিতেছেন ইউএস ওপেন। এ নিয়ে তিনি ১৩তম বারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে খেলবেন। মেয়েদের সেমিফাইনালে উঠেছেন মার্কিন তরুণী কোকো গফ। পরশু তিনি ৬-০ ও ৬-২ গেমে হারিয়েছেন লাটভিয়ার জেলেনা ওস্তাপেঙ্কোকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর