বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মোহনবাগানের প্রস্তাবে কিংসের না

ক্রীড়া প্রতিবেদক

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মাধ্যমে মোহনবাগান প্রস্তাব করেছিল বসুন্ধরা কিংসকে। এ প্রস্তাবে বলা হয়েছিল, ২৪ অক্টোবর এএফসি কাপের সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানের হোম ম্যাচ কিংসের বিপক্ষে। সেদিন আবার হিন্দুধর্মের বড় উৎসব দুর্গাপূজা। কলকাতাজুড়েই থাকবে নিরাপত্তা। মাঠে পুলিশ পাওয়া যাবে না। তাই ২৪ অক্টোবর ম্যাচটির শিডিউল পরিবর্তন করে ঢাকায় কিংস অ্যারিনায় করার প্রস্তাব দেওয়া হয়। ৭ নভেম্বর যেটা কিংস অ্যারিয়ায় হওয়ার কথা তা কলকাতায় আয়োজন করার প্রস্তাব দিয়েছিল মোহনবাগান।

বসুন্ধরা টিম ম্যানেজমেন্ট গতকাল এ চিঠির জবাব দিয়েছে। তারা মোহনবাগানকে জানিয়েছে, ২৪ অক্টোবর ঢাকায়ও দুর্গাপুজা উৎসব। বিশেষ করে বসুন্ধরা আবাসিক এলাকায় পূজার বড় ধরনের আয়োজন হয়। এখানেও বাড়তি নিরাপত্তার দরকার রয়েছে। অবশ্য কিংস ম্যানেজমেন্ট মোহনবাগানকে জানিয়েছে, যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ২৪ অক্টোবরের ম্যাচটি দুই দিন পিছিয়ে দিতে এএফসিকে অনুরোধ করে এবং এশিয়ান ফুটবল ফেডারেশনের অভিভাবক সংস্থা রাজি হয় তাহলে বসুন্ধরা কিংসের আপত্তি থাকবে না। অর্থাৎ মোহনবাগানের বিপক্ষে প্রথম ম্যাচ কিংস কলকাতাতেই খেলতে চায়। দ্বিতীয় ম্যাচ হবে হোম ভেন্যুতেই।

সর্বশেষ খবর