শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

২০২৬ বিশ্বকাপ মিশন শুরু মেসিদের

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপ মিশন শুরু মেসিদের

১৯৭৮ সালের পর আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপ জেতে। দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে ১৯৮৬ সালে। প্রথম বিশ্বকাপ জিতেছিল ড্যানিয়েল পাসারেলা, মারিও কেম্পেসের ঝলকানিতে। দ্বিতীয়বার বিশ্বসেরা হয় ডিয়াগো মারাডোনার জাদুকরী ফুটবলে। ২০১৪ সালে আসরে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিওনেল মেসির জাদুতে। কিন্তু রানার্সআপেই সন্তুষ্ট ছিল। অবশেষে শিরোপা খরা দূর হয় ২০২২ সালে কাতার বিশ্বকাপে। মেসির দুরন্ত ফুটবলে তৃতীয়বারের মতো বিশ্বসেরা হয় আর্জেন্টিনা। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেসিরা। বিশ্বকাপ শেষ হয়েছে ৯ মাস। এর মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হচ্ছে। আজ ভোরে তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলছে। প্রতিপক্ষ ইকুয়েডর। বিশ্বকাপ ধরে রাখার মিশনে আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে নামছেন মেসিরা। লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে ১২ সেপ্টেম্বর। অ্যাওয়ে ম্যাচে চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া।

সর্বশেষ খবর