শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ব্যালন ডি’অরের তালিকায় মেসি-হল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা ঘোষণা হবে। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো থাকবেন না তা কি হয়। বাস্তবে তাই ঘটল। ২০ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো তার স্থান হলো না সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায়। অবশ্য এতে অবাক হওয়ার মতো কিছু নেই। গেল দুই মৌসুম ফুটবল খেলে সিআরসেভেন খ্যাত পর্তুগিজ এ ফুটবলার আহামরি কিছুই করতে পারেননি। বাদ পড়েছেন ব্রাজিলের সুপারস্টার জুনিয়র নেইমারও। তবে লিওনেল মেসির নাম ঠিকই রয়েছে। আর থাকবেই বা না কেন, তার তো পুনরায় ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা রয়েছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে এগিয়ে থেকে সৌদি আরবের কাছে হেরে গেলেও আর্জেন্টিনা ৩৬ বছর পর তৃতীয়বার বিশ্বকাপ জিতেছে।  সংক্ষিপ্ত তালিকায় ৩০ জনের নাম থাকলেও ব্যালন ডি’অর জেতার লড়াইটা হতে পারে বিশ্বকাপে রানার্সআপ হওয়া ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হল্যান্ডের মধ্যে। যদিও তার দেশ নরওয়ে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যেতে পারেনি। কিন্তু ম্যানসিটির হয়ে ম্যাজিক প্রদর্শন করেন হল্যান্ড।

সর্বশেষ খবর