রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফাইনালে মুখোমুখি জকোভিচ-মেদভেদেভ

ক্রীড়া ডেস্ক

ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হচ্ছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ও রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। গতকাল সেমিফাইনালে নোভাক জকোভিচ ৬-৩, ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন বেন শেলটনকে। অন্য সেমিফাইনালে শীর্ষ বাছাই কার্লোস আলকারাজকে ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ড্যানিল মেদভেদেভ।

নোভাক জকোভিচ ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ড স্লাম ট্রফি জয় করেছেন। অন্যদিকে ড্যানিল মেদভেদেভ ২০২১ সালে ইউএস ওপেন জয় করেছেন। এর বাইরে তিনি কেবল তিনবার গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ফাইনাল খেলেছেন। ৩৬ বছরের জকোভিচ ও ২৭ বছরের মেদভেদেভের এর আগেও দেখা হয়েছে। দুজন ১৪ বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ৯ বারই জয় পেয়েছেন নোভাক জকোভিচ। ৫ বার জয় পেয়েছেন ড্যানিল মেদভেদেভ। পরিসংখ্যানে এগিয়ে আছেন জকোভিচই। তবে দুজনের শেষবারের লড়াইয়ে মেদভেদেভ জয় পেয়েছেন। চলতি বছর দুবাই ওপেনের সেমিফাইনালে দুই সেটের লড়াইয়ে জকোভিচকে হারিয়েছেন রুশ তারকা। এবার কে জিতবেন!

ফাইনাল নিশ্চিত করার পর জকোভিচ বলেছেন, ‘আরও একটি গ্র্যান্ড স্লাম ফাইনাল। এর চেয়ে সুখী আর কীসে হতে পারি আমি!’ ইউএস ওপেনে সবচেয়ে বয়স্ক তারকা হিসেবে পুরুষ এককে চ্যাম্পিয়ন হতে পারেন জকোভিচ। চলতি বছর চারটা গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেরই ফাইনালে পৌঁছেছেন সার্বিয়ান তারকা। অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জয় করলেও হেরেছেন উইম্বলডনের ফাইনালে। দুই বছর আগে ইউএস ওপেনের ফাইনালে জকোভিচকে হারিয়েই ক্যারিয়ারের প্রথম ও একমাত্র গ্র্যান্ড স্লাম ট্রফি জয় করেছেন ড্যানিল মেদভেদেভ। এবার কি প্রতিশোধ নিতে পারবেন জকোভিচ! নাকি তারুণ্যের শক্তির কাছে নতি স্বীকার করবেন ফের! গত উইম্বলডনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরে যান জকোভিচ।

 

 

সর্বশেষ খবর