রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পেলের রেকর্ড এখন নেইমারের

ক্রীড়া ডেস্ক

পেলের রেকর্ড এখন নেইমারের

ব্রাজিলের জার্সিতে পেলে সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড গড়েছিলেন ১৯৭১ সালের ১১ জুলাই। ৬২ বছরেরও বেশি সময় পর সেই রেকর্ডটা নিজের করে নিলেন নেইমার। গতকাল লাতিন অঞ্চলে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচে দুটি গোল করেন নেইমার। এ ছাড়া রদ্রিগো দুটি ও রাফিনহা একটি গোল করেন। পেলে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন ব্রাজিলের পক্ষে। নেইমার ১২৫ ম্যাচে করলেন ৭৯ গোল। ব্রাজিলের জার্সিতে গোলদাতার তালিকায় পরের স্থানগুলোতে আছেন রোনালদো (৬২), রোমারিও (৫৫) এবং জিকো (৪৮)। ব্রাজিলিয়ান তারকা নেইমার রেকর্ড গড়ার পর বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। কখনো কল্পনা করিনি, এ রেকর্ড আমার হবে। তবে আমি রেকর্ডটি নিজের করেছি। পেলেকে অতিক্রম করেছি মানে এই নয় যে, আমি তাঁর চেয়ে বা জাতীয় দলের অন্য কোনো খেলোয়াড়ের চেয়ে ভালো। আমি সব সময় চেয়েছি ব্রাজিলের ফুটবল ইতিহাসে এবং ব্রাজিল দলে নিজের নামটা লিখে রাখতে। আমি সেটা করেছি। আমার পরিবার এবং যেসব বন্ধু এখানে আছেন সবার প্রতি কৃতজ্ঞ।’

 

 

সর্বশেষ খবর