শিরোনাম
রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারত-পাকিস্তান হেভিওয়েট লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়ে খেলা হচ্ছে এশিয়া কাপের। পাল্লেকেলেতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও বাধাগ্রস্ত হয়েছিল। দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর শ্রীলঙ্কা থেকে আসর সরিয়ে নেওয়ার দাবিও উঠেছিল। কিন্তু সেটা হয়নি। আসরের সুপার ফোরের খেলাগুলো শ্রীলঙ্কায়ই হচ্ছে। শুধু পাল্লেকেলের বদলে খেলাগুলো হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ভারত ও পাকিস্তান- দুই ক্রিকেট পরাশক্তির আজ ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। দুই পরাশক্তির মহারণ যেন বৃষ্টিতে ভেসে না যায়, সে জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এ নিয়ে সমালোচিত হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কারণ, অন্য দলগুলোর ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়নি। ১৭ সেপ্টেম্বরের ফাইনালে অবশ্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসে কোনো দলের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি এর আগে। রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তানের হেভিওয়েট ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। রিজার্ভ ডের নিয়ম অনুযায়ী বৃষ্টিতে যেখানে খেলা বন্ধ হয়ে যাবে, পরের দিন সেখান থেকে শুরু হবে ম্যাচ। আবহাওয়ার সংবাদ অনুযায়ী আজ দুই হেভিওয়েটের লড়াইয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর