রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-ভারত

ক্রীড়া প্রতিবেদক

বয়সভিত্তিক সাফ ফুটবলে বাংলাদেশ দল অহরহ সাফল্য পাচ্ছে। তা পুরুষ বা নারী যে দল হোক। শোকেসে আরেকটি ট্রফি আসতে পারে। অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত ফাইনালে মুখোমুখি হচ্ছে। ভুটানের চাংলি মিঠাং স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কে হাসবে আজ বিজয়ের হাসি। বাংলাদেশ না ভারত। গ্রুপ পর্বে লড়াইয়ে  ভারত ১-০ গোলে বাংলাদেশকে হারায়। ফাইনালের হিসাবটা আবার অন্যরকম। সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে পরাজিত করে। প্রথমে গোল হজম করে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের কিশোররা। ২-১ গোলে জিতে যায়। সুযোগ হাতছাড়া করায় গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি।

ভারতও রয়েছে দুর্দান্ত ফর্মে। বাংলাদেশ ও নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই সেমিতে খেলে। মালদ্বীপকে পাত্তায় দেয়নি। ৮-০ গোলে উড়িয়ে দেয়। বাংলাদেশের কোচ সাইফুল ইসলাম মনি বলেন, ফাইনালে কেউ ফেবারিট নয়। যারা ভালো খেলবে তারাই চ্যাম্পিয়ন হবে। ছেলেরা ভালোই খেলছে। আমি শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী।

সর্বশেষ খবর