সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

হলো না শিরোপা জয়

বাংলাদেশ ০ : ২ ভারত

ক্রীড়া প্রতিবেদক

হলো না শিরোপা জয়

হারের প্রতিশোধ নিয়ে শিরোপা জয় করবে বাংলাদেশের কিশোররা। সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে ০-১ গোলে হেরে যায় বাংলাদেশ। প্রতিশোধ নেওয়ার জেদ কাজ করছিল মনির শিষ্যদের মাঝে। চ্যাম্পিয়ন হয়েই সেই প্রতিশোধের ঝাল মেটাবে তারা। হলো না শিরোপা জয়। টানা চার ম্যাচে অপরাজিত থেকে জুনিয়র সাফে শিরোপাটা জিতল ভারতই। গতকাল থিমপুর চার্লিং মিঠাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ হেরে যায় ০-২ গোলে। ৮ ও ৭৩ মিনিটে ভারত দুটি গোল করে। জাতীয় দল দীর্ঘ ২০ বছর ধরে শিরোপা বঞ্চিত। তবে বয়সভিত্তিক দলের পারফরম্যান্স নজরকাড়ার মতো। তাই গ্রুপ পর্বে হারলেও প্রত্যাশা ছিল ফাইনালে কিশোররা জয় উপহার দেবে। সে আশা পরিণত হলো নিরাশায়। চাপ নিয়ে খেলায় বাংলাদেশ স্বাভাবিক নৈপুণ্য প্রদর্শন করতে পারেনি। অন্যদিকে ভারতের কিশোররা ছিল বেশ নির্ভার। তারপরও প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থাকলেও বাংলাদেশ সমান তালে লড়েছে। সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে আসে। ২-১ গোলে জিতে ফাইনালেও জায়গা করে নেয় বাংলাদেশ।

ফাইনালে আর সেই পুনরাবৃত্তি ঘটেনি। ভারতের কিশোররা বরং দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। আক্রমণ থামতেই ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ। গোল শোধের তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ভারতই ব্যবধান দ্বিগুণ করে প্রতিপক্ষের ভুলে। ২-০ গোলে জিতে ভারত মাঠে শিরোপার উৎসবে মেতে ওঠে। সিনিয়র (জাতীয় দল) সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের জয়-জয়কার। বয়সভিত্তিক ফুটবলেও তারা অপ্রতিরোধ্য। তবে বাংলাদেশের কিশোরদের ধন্যবাদ দেওয়া যায় তারা অন্তত ফাইনালটা খেলতে পেরেছে।

বাংলাদেশের কোচ সাইফুর রহমান মনি বলেন, ‘ভারত ভালো খেলেই চ্যাম্পিয়ন হয়েছে।’ সেমিফাইনালে মালদ্বীপকে ৮-০ গোলের জয়টা তাদের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। এই হারে কোনো অজুহাত দেখাব না। তবে এক দিন পরপর খেলাটা বাড়তি চাপ। আগামীতে বিষয়টি নিয়ে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের ভাবা দরকার। সাফ জুনিয়র ছাড়াও এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলেও বাংলাদেশ সুবিধা করতে পারছে না। টানা দুটি ম্যাচই হেরেছে।       

সর্বশেষ খবর