শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিয়াজ সাবিনার হাতে এশিয়াডের পতাকা

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমসের মার্চ পাস্টে বাংলাদেশে পতাকা বহন করবেন নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও দাবার গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ। আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হাংজুতে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এবারের এশিয়ান গেমসে ৪০টি খেলার ৪৮১টি ইভেন্টে লড়াই করবেন ক্রীড়াবিদরা। গত বছরই এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারি বেড়ে যাওয়ায় গেমস এক বছর পিছিয়ে দেওয়া হয়। গেমস শেষ হবে ৮ অক্টোবর। এশিয়ান গেমসে বাংলাদেশ ১৭ ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। পুরুষদের পাশাপাশি নারীরাও আছেন গেমসে। খেলোয়ড়, কোচ ও কর্মকর্তাসহ বাংলাদেশের বহর ২৪০ জনের। দলীয় ইভেন্টের কারণেই বহর বড় মনে হচ্ছে বলে জানিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব।

ফুটবল, ক্রিকেট, কাবাডির নারী ও পুরুষ উভয় দল অংশগ্রহণ করছে। এর সঙ্গে রয়েছে পুরুষ হকি দল। এই চারদলীয় ডিসিপ্লিনেই দেড় শতাধিক ক্রীড়াবিদ আছেন। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে অংশগ্রহণ করছে। অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ মাল্টি স্পোর্টস গেমসে বাংলাদেশের প্রথম পদক ১৯৮৬ সালে। বক্সার মোশাররফ হোসেন এশিয়াডের মঞ্চে ব্রোঞ্জ এনেছিলেন। ব্যক্তিগত পদকে সেটাই প্রথম ও শেষ। এরপর দলীয় ইভেন্টে  রৌপ্য ও ব্রোঞ্জ রয়েছে একাধিক। এশিয়াডে বাংলাদেশের একমাত্র স্বর্ণ ২০১০ সালে চীনের গুয়াজং এশিয়ান গেমসেই।

সর্বশেষ খবর