বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রোনালদো ছাড়াই পর্তুগালের রেকর্ড গড়া জয়

ক্রীড়া ডেস্ক

রোনালদো ছাড়াই পর্তুগালের রেকর্ড গড়া জয়

টানা দুই ম্যাচ হলুদ কার্ড দেখায় সোমবার লুক্সেমবার্গের বিপক্ষে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী এই তারকাকে ছাড়াই রেকর্ড জয় পেল পর্তুগাল। ইউরো কাপ বাছাইপর্বে জে গ্রুপে নিজেদের ষষ্ঠ ম্যাচে লুক্সেমবার্গকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা। টানা ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। আর একটা ম্যাচ জিতলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারে পর্তুগাল।

লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই গোল করতে থাকে পর্তুগিজরা। গনসালো ইনাসিও ১২ ও ৪৫+৪ মিনিটে দুটি গোল করেন। গনসালো রামোস দুটি গোল করেন ১৮ ও ৩৩ মিনিটে। দিওগো জোটা ৫৭ ও ৭৭ মিনিটে দুটি গোল করেন। এ ছাড়াও রিকার্ডো হোরটা ৬৭ মিনিটে, ব্রুনো ফার্নান্দেজ ৮৩ মিনিটে ও হুয়াও ফেলিক্স ৮৮ মিনিটে একটি করে গোল করেন। পর্তুগালের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। এর আগে তিনবার তারা ৮-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে। জে গ্রুপের অপর ম্যাচে স্লোভাকিয়া ৩-০ গোলে লিচেনস্টেইনকে এবং আইসল্যান্ড ১-০ গোলে বসনিয়াকে হারিয়েছে। এ ছাড়াও ডি গ্রুপের ম্যাচে আমেরিকাকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ওয়েলস ২-০ গোলে হারিয়েছে লাটভিয়াকে।

সর্বশেষ খবর