শিরোনাম
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারতকে হারানোর প্রত্যয় সাকিবের

ক্রীড়া প্রতিবেদক

ভারতকে হারানোর প্রত্যয় সাকিবের

এশিয়া কাপে ‘রিয়েলিটি চেক’ হয়ে গেছে টাইগার ক্রিকেটারদের। টিম ম্যানেজমেন্টের কাছে পরিষ্কার হয়েছে ক্রিকেটারদের সামর্থ্য। বুঝে ফেলেছেন বড় বড় টুর্নামেন্টগুলোর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ক্রিকেটাররা। অথচ ওয়ানডে সিরিজগুলোতে এই ক্রিকেটাররাই দুর্বার। ঘরের মাটিতে বিশ্বের যে কোনো দলকে দুমড়ে-মুচড়ে দেওয়ার বহু রেকর্ড রয়েছে বাংলাদেশের। কিন্তু এশিয়া কাপে এবার ছন্নছাড়া পারফরম্যান্স টাইগারদের। এবারের আসরে সাকিব বাহিনী অংশ নিয়েছে সর্বশেষ ১৫ ম্যাচে ৮ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। এর মধ্যে ভারতের বিপক্ষে সিরিজ জয় এবং ইংল্যান্ড ও আফগানিস্তানকে হারানোর রেকর্ডও রয়েছে। সাকিব আল হাসানের নেতৃত্বে টাইগাররা খেলতে নামে সুপার ফোরে খেলার টার্গেটে। সেটা পূরণ হয়েছে। তবে সামর্থ্যরে প্রমাণ রাখতে পারেনি সুপার ফোরে। পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কার কাছে টানা দুই ম্যাচ হেরে ছিটকে পড়েছে আসর থেকে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আজ শুধুই আনুষ্ঠানিকতার। তার পরও জিততে চান টাইগার অধিনায়ক, ‘অবশ্যই ম্যাচটিতে আমাদের চাওয়ার-পাওয়ার অনেক কিছু আছে। আমরা চাইব, ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে। এটা করতে পারলে আমাদের জন্য অনেক ভালো কিছু হবে।’ দুই প্রতিবেশীর লড়াইয়ের ফল এশিয়া কাপের ফাইনালের ওপর কোনো প্রভাব ফেলবে না। ভারত এর মধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে।

ভারতের বিপক্ষে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো। দুই দলের সর্বশেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় ৪ এবং ভারতের ৬। ২০১৮ সালের ওয়ানডে এশিয়া কাপে দুই দল খেলেছিল ফাইনাল। শেষ বলে হেরেছিল টাইগাররা।

সর্বশেষ খবর