শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাঁটুর ইনজুরিতে এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

হাঁটুর ইনজুরিতে ভুগছেন কিলিয়ান এমবাপ্পে। এই ইনজুরির জন্য ফরাসি স্ট্রাইকার গত পরশু জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেন নি। তার অনুপস্থিতিতে ২-১ গোলে হেরেছে ফ্রান্স। জার্মানি ৯ বছর পর হারিয়েছে ফ্রান্সকে। হাঁটুর টেন্ডনের সমস্যায় ভুগছেন বলে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচও খেলতে পারবেন না তিনি। আগামী মঙ্গলবার বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) প্রথম ম্যাচ। এমবাপ্পের ইনজুরি নিয়ে চিন্তিত পিএসজির কোচ লুইস এনরিখে। পরশু রাতে ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্কে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে এমবাপ্পে সাইড বেঞ্চে বসেছিলেন। এমবাপ্পের সাইডলাইনে বসে থাকার কারণ ব্যাখ্যায় কোচ দিদিয়ের দেশম বলেন, ‘টেন্ডন সমস্যায় ভুগছেন কিলিয়ান। শুরুর একাদশে না থাকায় পরবর্তীতে তাকে আর খেলানো হয়নি।’

 

সর্বশেষ খবর