মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পেসার সাকিবের স্ট্যাটাসে তোলপাড়

স্ট্যাটাসগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে এ বিষয়ে কিছুই বলছে না বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

পেসার সাকিবের স্ট্যাটাসে তোলপাড়

বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিবের এক ফেসবুক স্ট্যাটাস নিয়ে যেন বিশ্ব তোলপাড়। কয়েক দিন আগেই যাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিল ক্রিকেট বিশ্ব। অভিষেক ম্যাচেই ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে আলোচনায় এসেছিলেন। এবার সেই পেসার সাকিবকে নিয়ে বিতর্কের ঝড়। বার্তা সংস্থা এএফপি সাকিবকে নিয়ে প্রতিবেদন করেছে। সে প্রতিবেদনে দাবি করা হয়, এক বছর আগে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে সাকিব লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না। স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না। স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

স্ট্যাটাসগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে এ বিষয়ে কিছুই বলছে না বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি।

গতকাল বিসিবির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তানজিম সাকিবের বিষয়ে কিছু বলেননি।  কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এএফপিকে বিসিবি ক্রিকেট অপারেসন্সের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘আমরা তদন্ত করে বিষয়টি দেখব।’ আট বছর আগের এক বর্ণবাদী ও যৌন বিদ্বেষ ছড়ানো টুইটের জন্য ২০২১ সালে পেসার ওলি রবিসনকে নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অস্ট্রেলিয়া সাবেক অধিনায়ক টিম পেইন নেতৃত্ব হারিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানিমূলক স্ট্যাটাস দেওয়ার জন্য।

সর্বশেষ খবর