মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

টাইগারদের এবার ব্ল্যাক ক্যাপ মিশন

ক্রীড়া প্রতিবেদক

টাইগারদের এবার ব্ল্যাক ক্যাপ মিশন

শতভাগ ফিট ক্রিকেটার নিয়ে বিশ্বকাপ খেলতে চান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সেজন্য নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের বিশ্রাম চেয়েছিলেন টাইগার অধিনায়ক। অধিনায়কের অনুরোধে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডের কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয় বিসিবি। বিশ্রাম পেয়েছেন অধিনায়ক সাকিব ছাড়া মুশফিকুর রহিম এবং তিন স্ট্রাইক পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার। এই তিন ক্রিকেটারই টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপ ভাবনায় রয়েছেন। কোচ চন্ডিকা হাতুরাসিংহে ও অধিনায়কের আলাদা নজরে থাকবেন তিন ক্রিকেটার। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি শেষ প্রস্তুতি সিরিজ টাইগারদের। লিটন, মুস্তাফিজুর রহমান, তামিম, মাহমুদুল্লাহ, সৌম্যদের ছন্দ ফিরে পাওয়ার সিরিজও। সিরিজকে সামনে রেখে গতকাল লিটনের নেতৃত্বে ক্রিকেটাররা হোটেলে উঠেছেন। আজ তলের অনুশীলন। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ২৩ ও ২৬ সেপ্টেম্বর।

ওয়ানডে সিরিজ খেলতে চার ধাপে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। লুকি ফার্গুসনের নেতৃত্বে ব্ল্যাক ক্যাপসরা এসেছে বিশ্বকাপ স্কোয়াডের চার ক্রিকেটারকে নিয়ে। গতকাল অনুশীলন শুরু করেছে দলটি। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে গত বছর ঢাকায় এসে নিউজিল্যান্ড সিরিজ হেরেছিল ৩-২ ব্যবধানে। বাংলাদেশে ব্ল্যাক ক্যাপসরা সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১৩ সালে।

 

 

সর্বশেষ খবর