মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মিয়ানমারের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মিয়ানমারের মুখোমুখি বাংলাদেশ

এশিয়ান গেমস ফুটবলে আজ ‘এ’ গ্রুপের ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চীনের হাংজু শহরের জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই গ্রুপের অপর ম্যাচে আজ হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-চীন।

বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল দেশ ছাড়ার আগে নকআউট পর্বে খেলার আশাবাদ ব্যক্ত করে গেছে। কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, আমাদের প্রথম ম্যাচটা জিততে হবে। সে হিসেবে আজ জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। মিয়ানমারকে হারাতে পারলে নকআউট পর্বে খেলার পথ অনেকটাই উন্মুক্ত হবে রহমত মিয়াদের। এবার রহমত মিয়ার নেতৃত্বেই এশিয়ান গেমস ফুটবলে খেলবে বাংলাদেশ। মিয়ানমার ছাড়াও এই গ্রুপে ভারত ও চীনের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। ২১ সেপ্টেম্বর ভারত ও ২৪ সেপ্টেম্বর চীনের বিপক্ষে ম্যাচ। কঠিন দুই ম্যাচের আগে জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ। ২০১৮ সালের এশিয়া কাপে গ্রুপপর্বে কাতারের মতো দলকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছিলেন জামাল ভূঁইয়ারা। এবারেও একই পথে হাঁটার লক্ষ্য বাংলাদেশের।

 

সর্বশেষ খবর