বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ক্ষমা চাইলেন তানজিম সাকিব

আর করবেন না বিতর্কিত পোস্ট - তানজিমকে পর্যবেক্ষণে রাখছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

ক্ষমা চাইলেন তানজিম সাকিব
তানজিমকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারপরও ভবিষ্যতে যদি কিছু দেখি তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব।
জালাল ইউনুস
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান

 

ক্ষমা চাইলেন পেসার তানজিম হাসান সাকিব। ফেসবুকে নিজের বিতর্কিত ‘নারী বিদ্বেষমূলক’ স্ট্যাটাসের জন্য অনুতপ্ত বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি ভবিষ্যতে তিনি বা অন্য কেউ যাতে এমন কাজ করতে না পারেন সে জন্য মনিটর করবে বিসিবি।

কর্মজীবী নারী এবং বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েদের হেয় করে স্ট্যাটাস দিয়েছিলেন তানজিম সাকিব। এমনকি জাতীয় সংগীত গাওয়া ও জাতীয় দিবস পালন করা উচিত নয়, এমন পোস্ট দিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এমন পরিস্থিতির পর তানজিম সাকিবের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা বিষয়টি অবগত করেছি। যেসব  পোস্ট তার ফেসবুকে এসেছে এ বিষয়ে তার বক্তব্য হচ্ছে, কাউকে আঘাত করার জন্য এই পোস্ট দেওয়া নয়। সে যে পোস্ট দিয়েছে, তা নিজে থেকে দিয়েছে। কাউকে উদ্দেশ করে, কিছু টার্গেট করে এই পোস্ট দেওয়া হয়নি। এটা দেওয়ার কারণে যদি কারও আঘাত লেগে থাকে, তাহলে সে সেটার জন্য সরি (দুঃখিত)।’

সত্যিই যে তানজিম ভুল করেছেন, এ বিষয়ে তার বোধোদয় হয়েছে কি না? এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘ভুল করেছে। সেটার জন্য সে বলেছে, “আমি দুঃখিত”। যে পোস্টগুলো দিয়েছে, আমরা তার সঙ্গে কথা বলেছি। যেন ভবিষ্যতে এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। এ ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকবে।’

‘আমরা তাকে বলেছি, ভবিষ্যতে সতর্ক থাকার জন্য। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে, সেটা ক্রিকেট বোর্ড থেকে পর্যবেক্ষণ করা হবে।’

এমন বিতর্কিত স্ট্যাটাসের পর প্রশ্ন উঠেছে তানজিম কোনো মতাদর্শ বা ধ্যানধারণার অনুসারী কি না! আর বিসিবির কাছেই বিষয়টি গুরুত্বপূর্ণ কি না! জালাল ইউনুস বলেছেন, ‘অবশ্যই গুরুত্বপূর্ণ। সেদিকে আমাদের নজর আছে। আমরা পর্যবেক্ষণ করব তাকে। অবশ্যই পর্যবেক্ষণ করব। এ মুহূর্তে সে যেটা বলেছে, তার পরিবারও খুবই শঙ্কিত এ ব্যাপারে। তারাও এ ধরনের একটা পরিস্থিতি হবে, আশা করেনি। তারাও দুঃখ প্রকাশ করেছে। যেহেতু সামনে বিশ্বকাপ আছে, একটা তরুণ ছেলে এবং বয়স কম আপনারা জানেন। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারপরও ভবিষ্যতে যদি কিছু দেখি তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব।’

এই ক্রিকেটার কারও সঙ্গে মেশেন কি না তা পর্যবেক্ষণে রাখবে বিসিবি। তবে তানজিম মানসিকভাবে অসুস্থ কি না সে বিষয়ে খেয়াল রাখবে বিসিবি। প্রয়োজনে মনোবিদের কাছে সহায়তা নেওয়ার ব্যবস্থাও বিসিবি করবে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘যদি থাকে ওই রকম কোনো সমস্যা, তাহলে আমরা অবশ্যই তাকে সেই সহায়তা করব।’

তানজিম সাকিব ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। বিসিবির বয়সভিত্তিক প্রোগ্রাম থেকে আসা ক্রিকেটার। তিনি কীভাবে এমন ভাবধারার হয়ে উঠলেন সে বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে! তবে এখন থেকে সাকিবের ব্যাপারে খুবই কঠোর থাকবে বিসিবি। কোনো সমস্যা দেখলেই ব্যবস্থা নেবে। জালাল ইউনুস বলেন, ‘আমরা তাকে মনিটর করব। আশা করি, ভবিষ্যতে এ ধরনের সমস্যা হবে না। তাদেরও আমাদের সঙ্গে চুক্তির ব্যাপার আছে। জাতীয় দলের কোড অব কন্ডাক্টের ব্যাপার আছে। এ জন্য সে বলেছে, “আমি খুবই সতর্ক থাকব।”

সর্বশেষ খবর