বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শুটার বাকীর এশিয়ান গেমসে ইভেন্ট বদল

ক্রীড়া প্রতিবেদক

শুটার আবদুল্লাহ হেল বাকীর প্রিয় ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেল। ২০০৪ সালে সাফ গেমসে এ ইভেন্টে সোনা জিতে নজরে আসেন তিনি। কমনওয়েলথ গেমসে রুপা জিতেছিলেন ১০ মিটার রাইফেল থেকে। এবার চীনে এশিয়ান গেমসে বাকীকে ঘিরে প্রত্যাশা ছিল তার প্রিয় ইভেন্ট নিয়ে। অথচ হাংজুতে তিনি ইভেন্ট বদল করেছেন। ৫০ মিটার এয়ার রাইফেলে অংশ নেবেন বাকী। কারণ কোমরে ব্যথা, ব্যাকপেইন, ১০ মিটার এয়ার রাইফেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। ৫০ মিটারে সুবিধা রয়েছে। শুয়ে ১০, বসে ১০ আর দাঁড়িয়ে ১০। ১০ মিটারের খেলা হচ্ছে ১ ঘণ্টা ৪৫ মিনিটের। প্রি-ইভেন্ট আছে। তারপর ফাইনাল ২ ঘণ্টা। ব্যাকপেইন নিয়ে যা খুবই কষ্টকর। এজন্য ইভেন্ট বদল করলেন বাকী।

সর্বশেষ খবর