বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নজরে থাকবেন রিয়াদ সৌম্য

ক্রীড়া প্রতিবেদক

নজরে থাকবেন রিয়াদ সৌম্য

দিনভর বৃষ্টি হয়েছে গতকাল। বৃষ্টি মাথায় অনুশীলন করেছেন লিটন, মাহমুদুল্লাহ, তামিম, সৌম্যসহ টাইগার ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ শুরু হচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ম্যাচটি বাধাগ্রস্ত হতে পারে বৃষ্টিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০ শতাংশ। তার পরও প্রস্তুত লিটন বাহিনী। নিয়মিত অধিনায়ক সাকিব হাসান বিশ্রামে থাকায় ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে নেতৃত্ব দেবেন লিটন দাস। শুধু সাকিব নন, এশিয়া কাপ খেলে আসা স্কোয়াডের ছয় ক্রিকেটার মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরি কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল। তার সঙ্গে ফেরানো হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহানকে। ওয়ানডে বিশ্বকাপের আগে দুই দলের শেষ প্রস্তুতি সিরিজ এটা। তবে দুই দলই স্কোয়াডে তাদের সেরা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে। নিউজিল্যান্ড এসেছে বিশ্বকাপের চার ক্রিকেটার নিয়ে। দুই দলই খর্বশক্তির দল নিয়ে সিরিজ খেলছে। প্রতিপক্ষ কিংবা নিজেদের দলের শক্তি যেমনই হোক, সিরিজ জয়ের জন্য খেলবেন মিডিয়ার মুখোমুখিতে বলেছেন টাইগার অধিনায়ক লিটন, দেখেন অর্জনের তো অনেক কিছু আছে। আমরা যখন মাঠে নামব, তখন ফার্স্ট বিষয় হলো জেতার জন্য মাঠে নামব। এটা হচ্ছে বড় একটা অ্যাচিভমেন্ট। আপনি দেশের হয়ে ম্যাচ জিতবেন এটাই সবচেয়ে বড় বিষয়। এ ছাড়া বিশেষ করে নজরে থাকবেন মাহমুদুল্লাহ ও সৌম্য সরকার।

টি২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে গত বছর বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ড। হেরেছিল সিরিজ। ওয়ানডে সিরিজ খেলতে সর্বশেষ ঢাকায় এসেছিল ১০ বছর আগে, ২০১৩ সালে। সেবার হোয়াইটওয়াশ হয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশে এবার নিয়ে পঞ্চমবারের মতো ওয়ানডে সিরিজ খেলবে তাসমান সাগর পাড়ের দেশটি। ২০১০ ও ২০১৩ সালের সিরিজ দুটিতে হোয়াইওয়াশ হয়েছিল দেশটি। ২০০৪ ও ২০০৮ সালে সিরিজ জিতেছিল সফরকারীরা। সর্বশেষ সিরিজ দুটিতে টানা সাত ম্যাচ জিতেছিল টাইগাররা। বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজ দুটিতে অপরাজেয় টাইগাররা। এবারও ফেবারিট। যদিও মূল স্কোয়াডের ক্রিকেটাররা নেই। তার পরও লিটন বাহিনী যথেষ্ট শক্তিশালী। দুই সিনিয়র তামিম ও মাহমুদুল্লাহ ফেরায় নিঃসন্দেহে শক্তি বেড়েছে। সিরিজে দুই দেশের লড়াইকে আড়ালে ফেলে আলাদা করে সবার নজর থাকবে মাহমুদুল্লাহ ও সৌম্যের দিকে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর