শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শুরুতেই নিগারদের সেমিফাইনালে ওঠার ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা ছাড়ার আগে নিগার সুলতানা জ্যোতি স্পষ্ট করে জানিয়েছিলেন, হুয়াংজু এশিয়াডে দলের টার্গেট সোনা জয়। ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে রূপা জিতেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। যদিও আসরে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। এর মধ্যে শুরু হয়ে গেছে মহিলাদের কোয়ার্টার ফাইনাল। পাকিস্তান-ইন্দোনেশিয়া প্রথম কোয়ার্টার ফাইনাল ওয়াশ আউট হয়েছে বৃষ্টিতে। ম্যাচটিতে একটি বলও হয়নি। ভারত-মালয়েশিয়া দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও ভেসে গেছে বৃষ্টিতে। তবে ম্যাচে ব্যাটিং করেছিল ভারত। ২০ ওভারে ভারতীয় দলের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৭৩ রান। ডিএলএস মেথডে মালয়েশিয়াকে টার্গেট দেওয়া হয় ২০ ওভারে ১৭৭ রান। মালয়েশিয়া ২ বলে ১ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর নিয়ম অনুযায়ী ভারতকে জয়ী ঘোষণা করে। প্রথম দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয় ভারত মহিলা দল। আজ দুটি কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ সময় সকাল ৭টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে থাইল্যান্ড। দুপুর ১২টায় নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ফেবারিট হয়েই খেলতে নামবে ২০১৯ সালে এসএ গেমসে সোনা জয়ী বাংলাদেশ। হংকং গ্রুপ পর্বের ম্যাচে মঙ্গোলিয়াকে ১৮০ রানের আকাশসমান ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। প্রথমে ব্যাট করে হংকং মহিলা দল ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রান করে। জবাবে মঙ্গোলিয়া ২২ রানে অলআউট হয়।            

সর্বশেষ খবর