শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শ্রীরামকে বিশ্বকাপে নিয়োগ দিল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

শ্রীরামকে বিশ্বকাপে নিয়োগ দিল বিসিবি

এর আগেও টেকনিক্যাল পরামর্শক ছিলেন। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন শ্রীরাম। তাকে লম্বা সময়ের জন্য রাখতে চেয়েছিল বিসিবি। কিন্তু সেই পথে হাঁটেননি ভারতীয় বংশো™ভূত কোচ। তখন নতুন কোনো চুক্তি করেননি ক্রিকেট বোর্ডের সঙ্গে। তবে বিসিবি আসন্ন বিশ্বকাপে সাকিবদের টেকনিক্যাল পরামর্শক নিয়োগ দিয়েছেন শ্রীধারণ শ্রীরামকে। বাংলাদেশ এখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। ২৬ তারিখ শেষ হবে সিরিজ। এরপর ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকা ছাড়বে সাকিব বাহিনী। গৌহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৯ সেপ্টেম্বর ইংল্যান্ড ও ২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বিশ্বকাপের মূল আসর শুরু হবে ৫ অক্টোবর। সাকিব বাহিনীর প্রথম ম্যাচ ৭ অক্টোবর, ধর্মশালায়।

 

সর্বশেষ খবর