শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিপিএল খেলতে পারবেন না নাসির

প্লেয়ার্স ড্রাফট ২৪ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিবেদক

বিপিএল খেলতে পারবেন না নাসির

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে দুর্নীতির অভিযোগ আনা হয় নাসির হোসেনের বিরুদ্ধে। ২০২১ সালের টুর্নামেন্টে ম্যাচে দুর্নীতির চেষ্টা করেছিলেন নাসির। এ জন্য নাসিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আনে আইসিসি। গত ১৯ সেপ্টেম্বরের আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিপিএলের আসন্ন আসরে খেলতে পারবেন না তিনি। শুধু বিপিএল নয়, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘নাসিরের বিরুদ্ধে আইসিসি দুর্নীতির অভিযোগ এনেছে। কারও বিরুদ্ধে এরকম অভিযোগ এলে যে কোনো টুর্নামেন্টে তার অংশগ্রহণে সীমাবদ্ধতা আসে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হবে ২০২৪ সালের ৬ জানুয়ারি। টুর্নামেন্টে অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ডমিনেটর্স, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। আসরের ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। ৭ দলের ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরে। আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে ২০৩ জন বাংলাদেশের ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিবি। প্লেয়ার্স ড্রাফটে বিদেশি ক্রিকেটার নাম লিখেছেন ৪৪৩ জন। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। তবে দলগুলো ইতোমধ্যেই দল গুছিয়ে নিচ্ছে। দেশের ক্রিকেটারদের ভাগ করা হয়েছে সাত ক্যাটাগরিতে- ‘এ’ ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’, ‘এফ’ ও ‘জি’। বিদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ পাঁচ ক্যাটাগরিতে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সাকিব খেলবেন রংপুর রাইডার্সে। বিদেশিদের মধ্যে পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও ব্রেন্ডন কিং। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন একমাত্র মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে ৪ ক্রিকেটার। মুশফিকের পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ লাখ, ‘সি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৩০ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরির ১৫ লাখ, ‘এফ’ ক্যাটাগরি ১০ লাখ এবং ‘জি’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।

সর্বশেষ খবর