রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জমকালো অনুষ্ঠানে শুরু এশিয়ান গেমস

ক্রীড়া প্রতিবেদক

জমকালো অনুষ্ঠানে শুরু এশিয়ান গেমস

মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এশিয়ান গেমসের ১৯তম আসর। গতকাল চীনের হাংজু শহরের অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে নানা রকমের পরিবেশন উপস্থাপন করেন শিল্পীরা। ছবি এএফপি

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলো গতকাল। জমকালো আয়োজনে ১৯তম গেমসের যাত্রা হলো চীনের হাংজু শহরে। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হলেও গেমসের বেশ কয়েকটি খেলা শুরু হয়ে গেছে ১৯ সেপ্টেম্বর। ক্রিকেট, ফুটবল, মডার্ন পেন্টাথলন, রোয়িং, সেইলিং, টেবিল টেনিস, বিচ ভলিবল ও ইনডোর ভলিবল শুরু হয়েছে উদ্বোধনের আগেই। চীন এর আগে গুয়াংজু শহরে এশিয়ান গেমসের আয়োজন করেছে ২০১০ সালে। ২০০৮ সালে বেইজিং শহরে আয়োজন করেছে অলিম্পিক গেমস। এবার এশিয়ান ক্রীড়ার সেরা এ আসর আয়োজন করছে হাংজু শহরে।

২০০৮ সালে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান করে বিশ্বকে চমকে দিয়েছিল চীন। ২০১০ সালে এশিয়ান গেমসেও দারুণ আয়োজন করেছিল। এবারও ব্যতিক্রম হয়নি। ইতিহাস-ঐতিহ্য আর প্রযুক্তির সাহায্যে উদ্বোধনী অনুষ্ঠান মনোমুগ্ধকর করে তোলে আয়োজকরা। অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলেটরা নিজেদের দেশের পতাকা হাতে মার্চপাস্টে অংশগ্রহণ করেন। এশিয়ান গেমসে এবার ৪০টি ক্রীড়ায় ১২ হাজারের বেশি ক্রীড়াবিদ লড়াই করবেন। আজ ৩১টি ইভেন্টে সোনার পদকের লড়াই হবে। এর মধ্যে আছে উশু, তায়কোয়ান্দো, শুটিং, রোয়িং, সুইমিং, ফেনসিং, আর্টিস্টিক জিমন্যাস্টিকস, জুডো ও মডার্ন পেন্টাথলন। আজ বাংলাদেশের একটি পদক নিশ্চিত হতে পারে। মেয়েদের ক্রিকেটে সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। এ ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করলেই পদক নিশ্চিত হবে বাংলাদেশের। অবশ্য হারলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকবে।

সর্বশেষ খবর