রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত সেমিফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক

কোয়ার্টার ফাইনালে হংকংয়ের বিরুদ্ধে কোনো বল খেলেনি বাংলাদেশ। বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ। নিয়ম অনুযায়ী র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে খেলছেন নিগার সুলতানা জ্যোতিরা। হাংজু এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট আজ ভারতের বিপক্ষে টি-২০ ফরম্যাটের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। আসরে এই প্রথম খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলাদেশ ২০১০ সালের গুয়াংজু এশিয়াডে পাকিস্তানের কাছে হেরে রুপা পেয়েছিল। ২০১৪ সালের ইনচন এশিয়াডেও রুপা জিতেছিল বাংলাদেশ। সেবারও ফাইনালে হেরেছিল পাকিস্তানের কাছে। টানা তৃতীয় সোনা জয়ের টার্গেটে পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ২০১০ সালে সেমিফাইনালে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছিল স্বাগতিক চীনকে। চীন প্রথমে ব্যাট করে ১৫.৫ ওভারে ৩৪ রানে অলআউট হয়। বাংলাদেশ ৬.৫ ওভারে জয় তুলে নেয়। ফাইনালে ৯২ রান করেও পাকিস্তানের কাছে হেরে যায় ১০ উইকেটে। চার বছর পর ইনচন এশিয়াডের সেমিফাইনালে রুমানা আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ২৫ রানে হারায় শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৯৫ রান করেছিল রুমানা বাহিনী। ১৮.২ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয় ৭০ রানে। ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় ডিএল মেথডে। প্রথমে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ৯৭ রান করে। বাংলাদেশকে টার্গেট দেওয়া হয় ৪৩ রান। রুমানা বাহিনী ৭ ওভারে ৯ উইকেটে ৩৮ রান।

সর্বশেষ খবর