সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

তৃতীয় ওয়ানডের অধিনায়ক শান্ত

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয় ওয়ানডের অধিনায়ক শান্ত

এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা দুটি খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ এবং আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১০৪ রানের সেঞ্চুরির ইনিংস। কিন্তু ইনজুরিতে সুপার ফোরে অংশ নেননি। খেলেননি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেও। এখন তিনি পুরোপুরি সুস্থ। নিউজিল্যান্ডর বিপক্ষে আগামীকাল মাঠে ফিরছেন বাঁ হাতি নাজমুল শান্ত। দলকে নেতৃত্ব দেবেন তিনি। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রামে। সিরিজের প্রথম দুই ম্যাচে দায়িত্ব পালন করেন লিটন দাস। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয়টি টাইগাররা ৮৬ রানে হেরে যায় ইশ সোধির লেগ স্পিন জাদুতে। আগামীকাল তৃতীয় ও শেষ ওয়ানডে। বিশ্বকাপের আগে এটাই টাইগারদের শেষ ওয়ানডে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্কোয়াডে পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে ফিরেছেন নাজমুল শান্ত ছাড়াও মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। নিজ থেকে বিশ্রাম চেয়েছেন লিটন দাস, তামিম ইকবাল।

সর্বশেষ খবর