মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের হাসি

এশিয়াডে মেয়েদের ব্রোঞ্জ জয়

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের হাসি

নারী ক্রিকেটে সোনা জয়ের টার্গেটে চীনের হ্যাংজু গিয়েছিলেন নিগার সুলতানারা। কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় বাংলাদেশ। ২০১০ সালের গুয়াংজু এশিয়াড ও ২০১৪ সালে ইনচন এশিয়াডে রুপা জিতেছিল নারী ক্রিকেট দল। এবার রুপা জিততে না পারলেও শূন্য হাতে ফিরছেন না নিগাররা। গতকাল তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে দুই গেমসের সোনাজয়ী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে। নারী ক্রিকেটে সোনা জিতেছে ভারত। এশিয়াডে প্রথমবারের মতো খেলতে এসে ফাইনালে স্মৃতি মান্ধানার ভারত ১৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। হ্যাংজু এশিয়াড নারী ক্রিকেটে সোনা ভারতের, রুপা শ্রীলঙ্কার এবং ব্রোঞ্জ বাংলাদেশের। ব্রোঞ্জ জিতেও খুশি নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘আসলে প্রত্যেকটা দলই কিন্তু একটা টুর্নামেন্ট খেলতে আসে সর্বোচ্চ সম্মানটা নিয়ে যাওয়ার জন্য। অবশ্য গত ম্যাচে আমরা যা ভুলত্রুটি করেছিলাম, সেটা শুধরে টিমটা ভালো কামব্যাক করেছে। অবশ্যই কোনো কিছু না পাওয়া থেকে কিছু নিয়ে যাওয়া বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার। পদক জিততে পেরে আমরা পুরো দল গর্বিত বোধ করছি।’

ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ৬৪ রান করে। পাকিস্তানকে আটকে রাখেন দুই স্পিনার স্বর্ণা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা। লেগ স্পিনার স্বর্ণার স্পেল ৪-০-১৬-৩ এবং মেঘলার স্পেল ৪-০-১১-২। এ ছাড়া একটি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান। ৬৫ রানের টার্গেটে নিগার বাহিনী পৌঁছায় ৫ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখে। দুই ওপেনার শারমিন সুলতানা ১৩ ও সাথী রানী ১৩ রান করেন এবং স্বর্ণা আক্তার ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩৩ বলে। ফাইনালে ভারত প্রথমে ব্যাট করে সংগ্রহ করে ২০ ওভারে ৭ উইকেটে ১১৬ রান। জবাবে শ্রীলঙ্কার সংগ্রহ ২০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান।

সর্বশেষ খবর