মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

হোম ম্যাচের অপেক্ষায় কিংস

ক্রীড়া প্রতিবেদক

হোম ম্যাচের অপেক্ষায় কিংস

পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকেই বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলছে। প্রতিবারই বাংলাদেশ চ্যাম্পিয়ন হিসেবে। কিংসই বাংলাদেশের একমাত্র দল যারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগও খেলেছে। তবে এবার এএফসি কাপের শুরুটা কিংসের কিংয়ের মতো হয়নি। বলা যায় অবিশ্বাস্য ঘটনা। সারা ম্যাচে নিয়ন্ত্রণ করল কিংস অথচ অ্যাওয়ে ম্যাচে মাজিয়া জয় পেল। তাও আবার ১-৩ গোলে। অ্যাওয়ে ম্যাচ দর্শক, পরিবেশ স্বাগতিকদের অনুকূলেই থাকে। কিন্তু বসুন্ধরা কিংসের ফুটবলাররা যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল তাতে মনেই হয়নি রবসনরা পরের মাঠে খেলছেন।

প্রশ্ন হলো- তাহলে জয়ের বদলে বাংলাদেশের চ্যাম্পিয়নরা হারল কেন? এএফসি কাপে এই প্রথম মালদ্বীপের কোনো দলের কাছে হারল  কিংস। এনিয়ে ফুটবলপ্রেমীদের আফসোস থাকত না যদি মাঠে অস্কারের শিষ্যরা পাত্তা না পেতেন। সহজ সুযোগ কাজে লাগাতে পারলে কিংসের শুরুটা হতো জয়ের।

ফুটবল বিশ্লেষকদের মতে, এএফসি কাপে ‘ডি’ গ্রুপে সবচেয়ে দুর্বল দল মাজিয়াই। হতে পারে, কিন্তু দুর্বলরা ফেবারিটদের কাছে শুধু হেরেই যাবে তা তো নয়। যোগ্যতা দিয়েই তো মাজিয়া মালদ্বীপের প্রতিনিধিত্ব করছে। এদিকে ফেবারিট মোহনবাগানের শুরুটা হয়েছে দারুণ জয়ে। ৪-০ গোলে তারা তাদেরই দেশের ক্লাব ওড়িশা এফসিকে হারায়। গোল পার্থক্যে তারাই শীর্ষে।

একটা ম্যাচ খেলেই কে শীর্ষে বা নিচে তা ধরাটা হবে হাস্যকর। কাতার বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার শুরুটা হয়েছিল সৌদি আরবের কাছে হেরে। এরপর সব ম্যাচ জিতেই আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। আর্জেন্টিনার সঙ্গে কিংসের তুলনা করাটা বোকামি হবে। তবে এটা তো ঠিক, এক ম্যাচ হেরেই বলা যাবে না রবসনদের স্বপ্ন শেষ।

এখনো ৮ ম্যাচ বাকি কিংসের। তিনটি ঘরে, দুটি বাইরে। ২ অক্টোবর গ্রুপের পরবর্তী ম্যাচ কিংস খেলবে ওড়িশার বিপক্ষে। হোম ভেন্যু কিংস অ্যারিনায় লড়বেন অস্কারের শিষ্যরা। কিংস চাইবে ঘরের মাঠে এএফসি কাপের অভিষেক ম্যাচ জিততে। সবচেয়ে বড় কথা, আগের ম্যাচে যা ভুল হয়েছে তা শুধরিয়ে ঘর থেকেই ঘুরে দাঁড়াতে হবে। এক হারের পর একাধিকবার টিম মিটিং হয়েছে। ক্লাব সভাপতি ইমরুল হাসান খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছেন। কোচ অস্কার বুঝিয়েছেন ভুলগুলো কোথায়। দলকে উজ্জীবিত করতে যা যা দরকার কিংস ম্যানেজমেন্ট সবই করছে। তাই ঘরের মাঠ থেকে কিংস তাদের চেনারূপে ফিরতে চায়। 

 

 

সর্বশেষ খবর