মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুই ম্যাচে সাবিনাদের জালে ১৪ গোল

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে একের পর এক শিরোপা জেতায় মেয়েরাই দেশের ভরসার প্রতীক হয়ে উঠেছিল। সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনা খাতুনরা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দেশজুড়ে যে উৎসব বয়ে যায় তা কখনো হয়নি। এক বছরের মধ্যে ভয়াবহ ছন্দপতন। এশিয়ান নারী ফুটবল দল অংশ নিয়ে গোলের বন্যায় যেন ভেসে যাচ্ছে। গ্রুপে দুই ম্যাচে ১৪ গোল হজম করেছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কাছে ০-৮ গোলে হার মানে বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে ১-৬ গোলে হারে। টানা দুই ম্যাচ হেরে নকআউট খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। বিশ্ব ফুটবলে জাপান দারুণ শক্তিশালী দল। ২০১১ সালে নারী বিশ্বকাপে তারা চ্যাম্পিয়নও হয়েছিল। সেই জাপানের কাছে উড়ে যাওয়াটা স্বাভাবিক ঘটনা ধরে নেওয়া যায়। কিছুদিন আগে অন্য এক আসরে জাপান ৮-০ গোলে আর্জেন্টিনাকেও হারায়। কথা হলো ভিয়েতনাম সাবিনাদের নিয়ে ছেলেখেলা করে কীভাবে? হতে পারে তুলনামূলকভাবে তারা শক্তিশালী। তাই বলে ৬ গোল হজম করে কীভাবে? কোচ ছোটন থাকা অবস্থায় সিনিয়র ও জুনিয়র নারী দলের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ খবর