শিরোনাম
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের ভরাডুবি

ক্রীড়া ডেস্ক

একসময় মাদ্রিদ ডার্বি মানেই ছিল রিয়াল মাদ্রিদের জয়। তবে ২০১৪ সালের পর থেকেই গতিপথ বদলে যায়। অ্যাটলেটিকো মাদ্রিদ দুর্দান্ত এক দল হয়ে ওঠে। মাদ্রিদ ডার্বি এলে রিয়াল সমর্থকরাও বেশ দুশ্চিন্তায় পড়ে যান। রবিবার গভীর রাতে অ্যাটলেটিকোর মাঠে মাদ্রিদ ডার্বি খেলতে নামে রিয়াল। সেই ম্যাচে হেরে লা লিগায় পতন হয়েছে লস ব্ল্যাঙ্কোসদের। রবিবার ৩-১ গোলে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর পক্ষে আলভারো মোরাতা দুটি (৪, ৪৬) এবং আতোয়ান গ্রিজমান একটি (১৮) গোল করেন। রিয়াল মাদ্রিদের পক্ষে একটি গোল করেন টনি ক্রুজ (৩৫)। লা লিগায় মাদ্রিদ ডার্বিতে ৪১তম জয় পেল অ্যাটলেটিকো। এ পরাজয়ে রিয়াল মাদ্রিদ ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে। লা লিগায় শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান পয়েন্ট রয়েছে জিরোনারও। তবে গোল ব্যবধানে এগিয়ে পিছিয়ে তারা দুই নম্বরে অবস্থান করছে। অ্যাটলেটিকো মাদ্রিদ ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে।

 

সর্বশেষ খবর