বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

৫০০০ রানের ক্লাবে মাহমুদুল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

১৭তম ওভারের প্রথম বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হন মুশফিকুর রহিম। লুকি ফার্গুসনের শর্ট বলটি ডিফেন্স করেন মুশফিক। কিন্তু বলটি আঘাত হানে উইকেটে। অথচ বলটি ঠেকানোর চেষ্টা করেছিলেন উইকেটরক্ষক ব্যাটার। ৮৮ রানে চতুর্থ উইকেটের পতনের পর ক্রিজে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাবেক অধিনায়ক যখন ক্রিজে আসেন তখন একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিনি। মাত্র এক রান করলেই বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন। মুখোমুখির প্রথম বলে কাভারে এক রান নিয়ে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর পাঁচ হাজারি ক্লাবে নাম লিখেন। আগের ম্যাচেই এ মাইলফলকটি গড়তেন। কিন্তু ৪৯ রানে ফিরে আসেন সাজঘরে। অপেক্ষায় থাকতে হয়েছে মাইলফলকের জন্য। গতকাল ২১ রানের ইনিংসটি খেলে ইতিহাসের সোনালি পাতায় নাম লিখেন। ২৭ বলে ২ চারে ২১ রান করেন মাহমুদুল্লাহ। তামিমের রান ২৪৩ ম্যাচে ৮৩৫৭।

 মুশফিক ২৫৬ ম্যাচে ৭৪০৬ এবং সাকিবের রান ২৪০ ম্যাচে ৭৩৮৪। মাহমুদুল্লাহ রিয়াদের রান ২২১ ম্যাচের ১৯২ ইনিংসে ৫০২০।

সর্বশেষ খবর