বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

৩ রানে ৪ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

৩ রানে ৪ উইকেট

ছবি : রোহেত রাজীব

বিশ্বকাপের আগে ছন্দ ফিরে পাওয়ার শেষ ম্যাচ। কিন্তু সেই ম্যাচে টাইগারদের তালগোল পাকানো ব্যাটিং। পুরোপুরি ব্যর্থতায় মোড়ানো। যদিও বিশ্বকাপ স্কোয়াডের অনেক ক্রিকেটারই খেলেননি ম্যাচটিতে। শুধু নাজমুল হোসেন শান্ত ছাড়া স্বপ্ন দেখানোর মতো বড় কোনো স্কোর কেউ করতে পারেননি। ইনজুরি কাটিয়ে ৫ ম্যাচ পর খেলতে নেমে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন শান্ত। গতকাল ১৬তম টাইগার অধিনায়ক হিসেবে ওয়ানডেতে টস করেছেন তিনি। খেলেছেন ৮৪ বলে ৭৬ রানের অধিনায়কোচিত ইনিংস। তারপরও দল ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। ৩৪.৩ ওভারে ১৭১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। শুধু তাই নয়, নাজমুল বাহিনী শেষ ৪ উইকেট হারিয়েছে মাত্র ৩ রানে এবং ১৯ বলের ব্যবধান। আগের ম্যাচে অলআউট হয়েছিল ১৬৮ রানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার ম্যাচটি আবার মাহমুদুল্লাহ রিয়াদের জন্য ‘স্পেশাল’। 

৫ অক্টোবর বিশ্বকাপ শুরু। ৭ অক্টোবর ক্রিকেট মহাযজ্ঞে সাকিব বাহিনী প্রথম ম্যাচ খেলতে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ খেলেননি। টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিয়ে খেলিয়েছেন ক্রিকেটারদের। গতকাল অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে নাজমুল শান্তের। ফিরেছেন মুশফিক, জকির হাসান। জাকিরের আবার ওয়ানডে অভিষেকের ম্যাচ। গতকাল আগের ম্যাচের মতোই ব্যর্থ হয়েছে ওপেনিং জুটি। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করেছেন জাকির। কিন্তু দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ১ রান করে আউট হয়েছেন জাকির। তানজিদ ৫ রানের বেশি করতে পারেননি। এশিয়া কাপ থেকেই ওপেনিং জুটি নিয়ে ভুগছে টাইগাররা। শুধু আফগানিস্তান ম্যাচে মেকশিফট ওপেনার মেহেদি হাসান মিরাজ সেঞ্চুরি করেন। ছন্দ হারিয়েছেন লিটন দাস। নিজ থেকে গতকালের ম্যাচে ছুটি নিয়েছেন লিটন। অবশ্য পিঠের ইনজুরিটা পুরোপুরি সেরে ওঠেনি বলে তামিমও বিশ্রাম নিয়েছেন।

আগের ম্যাচে ইশ সোধির লেগস্পিনে বিধ্বস্ত হয়েছিল টাইগাররা। অলআউট হয়েছিল ১৬৮ রানে। গতকাল ব্ল্যাক ক্যাপসদের সাঁড়াশি বোলিংয়ে আউট হয়েছে ১৭১ রানে। কয়েকদিনের বিশ্রাম শেষে গতকাল খেলতে নেমে ভালো ব্যাটিং করছিলেন মুশফিক। তার ১৮ রানের আউটটি দুর্ভাগ্যজনক। লুকি ফার্গুসনের শর্ট বল ডিফেন্স করেন। কিন্তু বলটি পরে উইকেটে আঘাত হানে। চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি মুশফিক।

 রেকর্ডের পাতায় নাম লেখাতে ১ রান দরকার ছিল মাহমুদুল্লাহর। ব্যক্তিগত ২১ রানে আউট হওয়ার আগে ২২১ ম্যাচের ১৯২ ইনিংসে পাঁচ হাজারি ক্লাবে নাম লেখান। এখন মাহমুদুল্লাহর রান ৫০২০। এ ছাড়া তৌহিদ হৃদয় ১৮, শেখ মেহেদি ১৩ রান করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর